Friday, May 22, 2015

কম্পিউটারের কার্যাবলি ঃ

১/ কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র যার সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইত্যাদি কাজ করা হয়।
২/ কম্পিউটার হলো অনেকগুলো Electronic device এর সমষ্টি। যে device  সমূহের সাহায্যে কম্পিউটার কাজ করে।
৩/ কম্পিটার মূলত গাণিতিক হিসাবের ভিক্তিতে কাজ করে।
৪/ কম্পিউটার Logical কাজ করতে পারে।
৫/ কম্পিউটার Key Board, mouse, joystick, Disk,  ইত্যাদির মাধ্যমে তথ্য বা ডাটা গ্রহণ করে ।
৬/ কম্পিউটার মানুষের দেয়া তথ্য বা ডাটা গ্রহণ করে তা প্রসেস করে এবং তার বিপরীতে আউটপুট প্রদান করে।

2 comments: